Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

২নং পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়
বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ ।
জুন ২০১৯ ইং মাসের পলাশ ইউনিয়ন পরিষদের মাসিক সাধারন সভার কার্যবিবরনীর অংশ বিশেষ ।
সভার স্থান ঃ পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়
তারিখ ঃ ১৭-০৬-২০১৯  খ্রিঃ সময় ঃ বেলা-১১-০০ ঘটিকা ।
সভাপতি ঃ জনাব-আব্দুল কাইয়ুম,চেয়ারম্যান,পলাশ ইউপি,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ঃ পরিশিষ্ট  “ ক”
সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগনকে স্বাগত জানাইয়া অদ্যকার সভার কাজ শুরু করেন ।
১। পুর্ববর্তী সভার কার্যবিবরনী পঠিত ও সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহীত হওয়ায় অদ্যকার সভার কার্য বিবরনীর অংশ বিশেষ নি¤œরুপে গ্রহীত হয় ।
২। সভার শুরুতে ইউপি সচিব প্রস্তাবে উত্তাপন করেন আগামী ২০১৯-২০২০ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের জন্য ক্যাশ বই অন্যান্য রেজিষ্টার ,ফাইল পত্র ও আনুষাঙ্গিক দ্রব্যাদি ক্রয় করা প্রয়োজন । প্রস্তাবটির উপর সভায় বিস্তারিত আলোচনা করা হয় । উল্লেখিত দ্রব্রাদি ক্রয় করার জন্য ইউনিয়ন পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল হতে ক্রয় করার সিদ্ধা›ত গৃহীত হয় এবং প্রয়োজনীয় অর্থ ইউপির নিজস্ব রাজস্ব তহবিল হতে প্রদনের জন্য অত্র সভায় চেয়ারম্যান সাহেবকে অুনরোধ করা হয় ।
৩। সভায় সিফরডি উপজেলা কো-অরডিনেটর জনাব-বেলাল হোসেন জানান, বাংলাদেশ সরকার ও ইউনিসেফ ্এর সিফরডি কর্মসুচির আওতায় স্থানীয় পর্যায়ে নিরাপদ মাতৃত্ব,এএনসি চেক আপ,পিএনসি চেকআপ,শিশুর টিকা,ও জন্ম নিবন্ধন, বিষয়ক প্রচারনা বিষয়ক সভা অনুষ্টান প্রতি ওয়ার্ড ভিত্তিক করা প্রয়োজন ।
উত্তাপিত বিষয়ের উপর সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং এবং নি¤œবর্নিত সিডিউল অনুযায়ী স্থানীয় পর্যায়ে নিরাপদ মাতৃত্ব,এএনসি চেক আপ,পিএনসি চেকআপ,শিশুর টিকা,ও জন্ম নিবন্ধন, বিষয়ক প্রচারনা  সভা অনুষ্টান সমুহ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
                                                   ওয়ার্ড ভিত্ত্কি সিডিউল নি¤œরুপ
ওয়ার্ড   নং               সভার স্থান    তারিখ    সময়    দ্বায়ীত্বপ্রাপ্ত ইউপি সদস্য    
০১    সংশ্লীষ্ট ওয়ার্ডের মল্লিকপুর পুর্ব হাটি     ২৬-০৬-১৯ খ্রিঃ        ১১-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০২    সংশ্লীষ্ট ওয়ার্ডের  পদ্মনগর গ্রামে    ২৬-০৬-১৯ খ্রিঃ       ০১--০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৩    সংশ্লীষ্ট ওয়ার্ডের রসুলপুর গামে    ২৬-০৬-১৯ খ্রিঃ        ০৩-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৪    সংশ্লীষ্ট ওয়ার্ডের  পুর্ব কাছিরগাতি গ্রামে    ২৯-০৬-১৯ খ্রিঃ         ১১-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৫    সংশ্লীষ্ট ওয়ার্ডের  বাজিতপুর গ্রামে    ২৯-০৬-১৯ খ্রিঃ         ০১-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৬    সংশ্লীষ্ট ওয়ার্ডের  রনবিদ্যা গ্রামে    ২৯-০৬-১৯ খ্রিঃ         ০৩-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৭    সংশ্লীষ্ট ওয়ার্ডের কুটি পাড়া গ্রামে    ৩০-০৬-১৯ খ্রিঃ         ১১-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৮    সংশ্লীষ্ট ওয়ার্ডের  পাখিজান গ্রামে    ৩০-০৬-১৯ খ্রিঃ         ১-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    
০৯    সংশ্লীষ্ট ওয়ার্ডের কৌলারপাড় গ্রামে    ৩০-০৬-১৯ খ্রিঃ        ০৩-০০  ঘটিকা    সংশ্লীষ্ট ওয়ার্ড সদস্য/সদস্যা    

অন্যকোন আলোচনা নাথাকায় সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের ধন্যবাদ জনাইয়া সভার সমাপ্তি ঘোষনা করেন ।

স্মারক নং ২০১৯/                                                                                   ২৫-০৫-২০১৯ খ্রিঃ

অনুলিপিঃ সদয় অবগতির জন্র প্রেরন করা হইর ।
১। উপজেলা নির্বাহী অফিসার,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।

                                                                                                                 ( মোঃআব্দুল কাইয়ুম)
       চেয়ারম্যান
 পলাশ ইউনিয়ন পরিষদ
   বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।


২নং পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়
বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ ।
জুলাই ২০১৯ ইং মাসের পলাশ ইউনিয়ন পরিষদের মাসিক সাধারন সভার কার্যবিবরনীর অংশ বিশেষ ।
সভার স্থান ঃ পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়
তারিখ ঃ ২৯-০৭-২০১৯  খ্রিঃ সময় ঃ বেলা-১১-০০ ঘটিকা ।
সভাপতি ঃ জনাব-আব্দুল কাইয়ুম,চেয়ারম্যান,পলাশ ইউপি,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ঃ পরিশিষ্ট  “ ক”
সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগনকে স্বাগত জানাইয়া অদ্যকার সভার কাজ শুরু করেন ।

১। সভার শুরুতে সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্য-সদস্যাগনের অবগতির জন্য জানান যে,বিগত ২০১৮-২০১৯ অর্থ বছরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্ররজক্ট (এলজিএসপি-৩)এর আওতায় বিবিজি ১ম কিস্তিতে ১০,৯৭,৪৭৭/০০ টাকা ও বিবিজি ২য় কিস্তিতে ১১,২১,৫৮৪/০০ টাকা সহ মোট ২২,১৯,০৬১/০০ টাকা  বরাদ্দ পাওয়া গিয়াছে এবং উক্ত টাকা সোনালী ব্যাংক লিমিটেড বিশ্বম্ভরপুর শাখার চলতি ৫৯০১২০০০০০৩৫৫ নং হিসাবে জমা হয়েছে । তাই উক্ত বরাদ্দের বিপরীতে স্কীম গ্রহন করে অনুমোদনের জন্য উপজেলা বিজিসি কমিটি বরাবরে অনুমোদনের জন্য প্রেরন করা প্রয়োজন ।

২। উল্লেখিত প্রস্তাবের আলোকে সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয় । বিগত ২০১৮-২০১৯ অর্থ বছরের ওয়ার্ড সভায় প্রাপ্ত ¯কীম সমুহ হতে ইউনিয়ন স্থায়ী কমিটি কতৃক যাচাই-বাছাই ও সুপারিশের ভিত্তিতে নি¤œবর্নিত স্কীম সমুহ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয় । স্কীম সমুহ অনুমোদনের জন্য অত্র সভা উপজেলা বিজিসি কমিটি বরাবরে অনুরোধ করা হয় ।                             
                          বিবিজি ১ম ও ২য় পর্যায়ের মোট ২২,১৯,০৬১/০০  টাকার বিপরীতে গৃহীত প্রকল্প সমুহ নি¤œরুপ ।

ক্রমিক নং                              প্রকল্পের নাম     বরাদ্দ      খাত    মন্তব্য
০১    ক) বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়,খ) দিগেন্দ্র বর্মন সরকারী ডিগ্রী কলেজ ,গ) গাজীরগাও অষ্টগ্রাম দাখিল মাদ্রাসা ,ঘ) হাজেরা মুসলিম টেকনিকেল কলেজ,ও ঙ) পলাশ উসমানিয়া মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ব পাটাগার স্থাপন ।    
২,৫০,০০০/০০    শিক্ষা    
০২    ক) বিশ্বম্ভরপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, খ) দিঘিরপাড় দাখিল মাদ্রাসা ,ও গ) হাজেরা মুসলিম টেকনিকেল কলেজে সততা ষ্টোর স্থাপন     
৭৫,০০০/০০    শিক্ষা    
০৩    পলাশ উচ্চ বিদ্যালয়ে মেয়েদের জন্য গার্লস কর্নার নির্মান    ২,০০০০০/০০    শিক্ষা    
০৪     নতুনপাড়া আব্দুল্লার বাড়ী হইতে আব্দুর রহিমের বাড়ী পর্যন্ত রাস্তা সিসি দ্বারা পাকা করন ।      ১৬৪০৬১/০০    পরিবহন.ও যোগাযোগ    
০৫    মল্লিকপুর এলজিইডি রাস্তা হইতে মালেক মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা সিসি দ্বারা পাকা করন ।     ১৭০০০০/০০    পরিবহন.ও যোগাযোগ    
০৬     তেলীকোনা মোহাম্মদ আলীর বাড়ীর পার্শ্বের রাস্তায় কালবার্ট নির্মান    ৬৫০০০/০০    পরিবহন.ও যোগাযোগ    
০৭    রসুলপুর নাওলা রঞ্জু দাশের বাড়ীর পার্শ্বের রাস্তায় কালবার্ট নির্মান    ৬৫০০০/০০    পরিবহন.ও যোগাযোগ    
০৮    পশ্চিম কাছিরগাতি শামসুল হকের বাড়ীর পাশ্বেৃর রাস্তায় কালবার্ট নির্মান    ৬৫০০০/০০    পরিবহন.ও যোগাযোগ    

 

 

ক্রমিক নং                              প্রকল্পের নাম     বরাদ্দ      খাত    মন্তব্য
৯    তালেরতল সিরাজের বাড়ীর দক্ষিন পার্শ্বের রাস্তায় কালবার্ট নির্মান    ৬৫০০০/০০    পরিবহন.ও যোগাযোগ    
১০    জনতা বাজার দামুধরের দোকান হতে মন্টু দাশের দোকান পর্যন্ত গলি সিসি দ্বারা পাকা করন    ৯০০০০/০০    কৃষি.ও বাজার    
১১    পলাশ বাজার এলজিডি রাস্তা হতে কালামের দোকান ঘর পর্যন্ত গলি সিসি দ্বারা পাকা করন ।    ১৬০০০০/০    কৃষি.ও বাজার    
১২    গাজীরগাও হাফিজিয়া মাদ্রাসায ১টি, মুক্তিখলা আলাউদ্দিনের বাড়ীর পার্শ্বে ১টি, প্যারীনগর আঃ হাসিমের বাড়ীর পার্শ্বে ১টি, রসুলপুর রুবেল মিযার বাড়ীর পার্শ্বে ১টি, পশ্চিম কাছিরগাতি আতাহার উদ্দিনের বাড়ীর পার্শ্বে ১টি , পাখিজান মসজিদে ১টি, পদ্মনগর সাজুলের বাড়ীর পাশ্বেৃ ১টি, কেজাউড়া চান মিয়ার বাড়ীর পার্শ্বে ১টি, পলাশগাও বায়তুল সুন্নাহ একাডেমীতে ১টি, নতুন.গোলগাও.রহিমা.খাতুনের.বাড়ীর.পার্শ্বে.১টি,মাঝাইর.কালী.মন্দিরে১টি,পুকুরপাড় গোলাপের বাড়ীর পার্শ্বে ১টি পুরান মুক্তিখলা মসজিদে ১টি,হচুকোনা কেজি স্কুলের পার্ম্বে ১টি সহ.মোট.১৪টি(পাকা.পালা,টিনের.ছাউনী,টিনের বেড়া,পাকা প্লাট ফর্ম ,রিং ¯ø্যাব এর আলাদা টেংকী)সমেত স্যানিটারী লেট্রিন নির্মান ।    

৩,২২০০০/০০     

স্বাস্থ্য স্যানিটেশন    
১৩    মুক্তিখলা এমদাদুল হকের বাড়ীর পাশ্বেৃ ১টি,মুক্তিথলা আলী হোসেনের বাড়ীর পার্শ্বে ১টি,বাগগাও স্বপন দাশের বাড়ীর পার্শ্বে ১টি, রসূলপুর ফরিদ মিয়ার বাড়ীর পার্শ্বে ১টি,পশ্চিম কাছিরগাতি মনির হোসেনের বাড়ীর পাশ্বে ১টি,মাঝাইর আলা উদ্দিনের বাড়ীর পাশ্বেৃ ১টি,তালেরতল রেজিযার বাড়ীর পাশ্বেৃ ১টি,ও মজুমদারী আয়েশার বাড়ীর পার্শ্বে ১টি সহ মোট ৮টি নলকুপ স্থাপন ।    ৩১২০০০/০০    

পানি সরবরাহ    
১৪    জয়নগর চান মিয়ার বাড়ীর পার্শ্বে ১টি,কুড়িহাটিয়া রুহুলের বাড়ীর পার্শ্বে ১টি,কুড়িহাটিয়া রোজিনার বাড়রি পার্শ্বে ১টি, রংপুর আলীম উল্লার বাড়ীর পাশ্বেৃ ১টি,কেজাউড়া আকবর আলীর বাড়ীর পাশের্ব ১টি,ছয়হাড়া নজরুলের বাড়ীর পার্শ্বে ১টি  পলাশগাও আব্দুল আলীর বাড়ীর পার্শ্বে ১টি ,আলীপুর শামসুজ্জামানের বাড়ীর পার্শ্বে ১টি, পলাশগাও ইসমাইল এন বাড়ীর পার্শ্বে ১টি সহ মোট ৯টি নলকুপ স্থাপন     ২১৬০০০/০০    

পানি সরবরাহ    
                                            সর্ব মোট টাকা ঃ    ২২১৯০৬১/০০        

অতঃপর এবিষয়ে অন্যকোন আলোচনা নাথাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানাইয়া সভার সমাপ্তি ঘোষনা করেন ।
         স্বাক্ষরিত
( মোঃআব্দুল কাইয়ুম)
       চেয়ারম্যান
 পলাশ ইউনিয়ন পরিষদ
   বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
স্মারক নং-   ২০১৯ /                                                                                   তারিখঃ ২৯-০৭-২০১৯ খ্রিঃ
অনুলিপিঃ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হইল ।
১। উপজেলা নির্বাহী অফিসার,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
                                                                                    ( মোঃআব্দুল কাইয়ুম)
       চেয়ারম্যান
 পলাশ ইউনিয়ন পরিষদ
   বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।

২নং পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়
বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ ।
আগষ্ট ২০১৯ ইং মাসের পলাশ ইউনিয়ন পরিষদের মাসিক সাধারন সভার কার্যবিবরনীর অংশ বিশেষ ।
সভার স্থান ঃ পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়
তারিখ ঃ ২৫-০৮-২০১৯  খ্রিঃ সময় ঃ বেলা-১১-০০ ঘটিকা ।
সভাপতি ঃ জনাব-আব্দুল কাইয়ুম,চেয়ারম্যান,পলাশ ইউপি,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ ঃ পরিশিষ্ট  “ ক”
সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যগনকে স্বাগত জানাইয়া অদ্যকার সভার কাজ শুরু করেন ।
১। সভার শুরুতে অত্র ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে আলাচনা করা হয । ইউপি সদস্যগন প্রস্তাবে উত্তাপন করেন বিগত ২০১৮-২০১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বরাদ্দ দ্বারা অনুমোদিত ২টি স্কীম যথাক্রমে ১। পানি নিষ্কাশনের জন্য পলাশ ই্উনিয়নের বিভিন্ন রাস্তায় রিং পাইপ স্থাপন ও ২। পলাশ ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৪ টি স্যানিটারী লেট্রিন নির্মান প্রকল্পের কাজ এর অগ্রগতি সম্পর্কে প্রস্তাব উত্তাপন করা হলে সভাপতি সাহেব জানান,প্রকল্প ২টির প্রাক্সলন তৈরী করতে বিলম্ব হওয়ায় প্রকল্প ২টি বাস্তবায়ন করা সম্বব হয় নাই । জরুরী ভিত্তিতে উল্লেখিত স্কীম ২টির কাজ আরম্ভ বরা হবে সভাকে আশ্বস্থ করা হয ।
২। সভাপতি সাহেব উপস্থিত সকর সদস্যদের অবগতির জন্য জানান যে, ভিজিডি কর্মসুচির চলতি জানুয়ারী ২০১৯ হতে ডিসেম্বর ২০২০ চক্রের জন্য অত্র ইউনিযনের ৪২০ জন কার্ডধারীগন তাদের প্রত্যেককে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ায় হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপস্থিত সকল সদস্যগনকে অনুরোধ জানান ।
৩। সভাপতি সাহেব অত্র ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি প্রসঙ্গে উপস্থিত সদস্যদের দৃষ্ঠি আকর্ষন করা হলে ,উপস্থিত সদস্যগন জানান,অত্র ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি সন্তোসজনক  । এবিষয়ে আমরা সতর্ক দৃষ্ঠিপাত করে যাচ্ছি কোথাও কোন রকম আইন শৃংখলা বিঘœ হওয়ার আবাস পাওয়া গেলে তাহা আমরা তাৎক্ষনিকভাবে সমাধানের চেষ্টা চালাইয়া যাই । এবিষয়ে সভাপতি সাহেব উল্লেখ পুর্বক জানান বিশেষ করে নারী নির্যাতন,বাল্য বিবাহ,শিশু¤্রম রোধ করার ক্ষেত্রে প্রয়োজনীয় নজরধারী করার জন্য উপস্থিত সকল সদস্যদের অনুরোধ জানান ।
অতঃপর এবিষয়ে অন্যকোন আলোচনা নাথাকায় সভাপতি সাহেব উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানাইয়া সভার সমাপ্তি ঘোষনা করেন ।
         স্বাক্ষরিত
( মোঃআব্দুল কাইয়ুম)
       চেয়ারম্যান
 পলাশ ইউনিয়ন পরিষদ
   বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
স্মারক নং-   ২০১৯ /                                                                                   তারিখঃ ২৫-০৮-২০১৯ খ্রিঃ
অনুলিপিঃ সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করা হইল ।
১। উপজেলা নির্বাহী অফিসার,বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।
                                                                                    ( মোঃআব্দুল কাইয়ুম)
       চেয়ারম্যান
 পলাশ ইউনিয়ন পরিষদ
   বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ ।