পলাশ ইউনিয়নে কোন এনজিও অথবা সরকারী ব্যাংক নেই। তবে ১টি মাত্র ব্রাক ব্যাংক রয়েছে। এখান থেকে মানুষ ঋন নিয়ে বিভিন্ন ধরনে উন্নয়ন মূলক ব্যবসা করে যাচ্ছে।
বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর সর্ববৃহৎ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এদেশে বহুবিধ পণ্য ও সেবা চালু করেছি। সহজ উপায়ে ঋণ ও সঞ্চয়সুবিধা প্রদান করে মাইক্রোফাইন্যান্স দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে। ক্ষুদ্র উদ্যোগে বিনিয়োগ থেকে শুরু করে পরিবারগুলোর খাদ্যসংস্থান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা করা পর্যন্ত নানা বিষয় এর অন্তর্গত। আমরা টেকসই উন্নয়নের আটটি লক্ষ্য পূরণে সরাসরি কাজ করছি। লক্ষ্যগুলো হলো, অতিদারিদ্র্য দূরীকরণ, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডারসমতা, স্যানিটেশন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধান।
পলাশ বাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS