পলাশ ইউনিয়ন
বিশ্বম্ভরপুরউপজেলার পলাশ ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এইইউনিয়নে বহুকালে বহু জ্ঞানী-গুণী ব্যক্তির জন্ম হয়েছে। জ্ঞানী-গুণী মহিয়সীব্যক্তিবর্গের পাশাপাশি অত্র ইউনিয়রে রয়েছে ছোটখাটো কিছু মনোজ্ঞ দর্শণীয়স্থান। যার দর্শনে দেহ মনে অতীত ঐতিহ্যের রূপরেখা স্বরণ করিয়ে দেয়। তেমনিএকটি উল্লেখযোগ্য দর্শণীয় স্থান হচ্ছে বিশ্বম্ভরপুর এর পূর্বে খরচারহাওড়। এই স্থানে বর্ষারশুরুতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীর আগমন ঘটে। তাছাড়াবিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সময় এ স্থানটিকে পিকনিকস্পট হিসেবে ব্যবহার করে। এখানকার বৈকালিক দৃশ্য অলসমনকে করে তুলেউজ্জীবিত, প্রানে দেয় আনন্দের দোলা।
দর্শনীয় স্থান
ক্রমিক | নাম | কিভাবে যাওয়া যায় | অবস্থান |
১ | খরচার হাওর |
সুনামগঞ্জ জেলা হতে সুরমা নদী পার হয়ে লেগুনা অথবা মোটর সাইকেলে খরচার হাওয়র নামক স্থানে আসা যায়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস